
আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে বাংলাদেশের সরকারি-বেসরকারি সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন কার্যকর করা হবে। আজ ১৯ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন- প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩ সাল থেকে সাপ্তাহিক ছুটি থাকবে দুদিন করে।
পাশাপাশি নতুন কারিকুলামে যুক্ত হওয়া ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকেই সপ্তাহে দুদিন ছুটি পাবে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সপ্তাহে দুদিন ছুটি বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।