Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মাস্টারশেফ শো’তে পান্তা-আলুভর্তা পরিবেশন

বাঙালির মন জয় করলেন কিশোয়ারা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৬, ১৩ জুলাই ২০২১

বাঙালির মন জয় করলেন কিশোয়ারা

কিশোয়ার চৌধুরী

বাংলাদেশের গ্রামবাংলার আবহমানকালের খাবার পান্তাভাত আর আলুভর্তা। ঐতিহ্যের এই খাবার অস্ট্রেলিয়ার রান্না বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘মাস্টারশেফে’ পরিবেশন করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী। আর তাতেই তৃতীয় স্থান অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন তিনি। মন জয় করেছেন বাঙালির। 

বিবিসি বলছে, দুই দিন ধরে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম দিন ফাইনাল ডিশে 'স্মোকড ওয়াটার রাইস, আলু ভর্তা ও সার্ডিন' রান্না করেন কিশোয়ার। মুখরোচক এই খাবার পরিবেশন করে বিচারকদের মাঝে চমক দেখান তিনি। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জাস্টিন।

কিশোয়ার চৌধুরীর বাবার বাড়ি ঢাকার বিক্রমপুরে, মা কোলকাতার। তবে তার জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় হলেও তাঁর পারিবারিক আবহটা বাঙালিয়ানা। একজন বিজনেস ডেভেলপার কিশোয়ার চৌধুরী।পারিবারিক প্রিন্টিং ব্যবসার সঙ্গে জড়িত আছেন তিনি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ