Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ২৫০ বারেরও বেশি হামলা ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৭, ১৪ নভেম্বর ২০২৩

গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ২৫০ বারেরও বেশি হামলা ইসরায়েলের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৩৫ দিনের টানা অভিযানে উপত্যকার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও অ্যাম্বুলেন্সে ২৫০ বারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েলি বিমান বাহিনী। জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ডব্লিউএইচওর মহাপরিচালক। সেখানে তিনি বলেন, ‘এই মুহূর্তে, এখানে আমরা যে বৈঠক করছি; এই সময়েও গাজার আল শিফা এবং রানতিসি হাসপাতালের বাইরে গোলাগুলি চলছে। ফিলিস্তিনের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আক্ষরিক অর্থেই বন্দুক-ট্যাঙ্কের নলের সামনে থাকা অবস্থায় আহতদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন।’

গেব্রিয়েসুস জানান, গাজা উপত্যকায় হাসপাতাল ছিল মোট ৩৬টি এবং আরও বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্র ছিল। কিন্তু এসব হাসপাতালের অন্তত অর্ধেক এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোর দুই তৃতীয়াংশই এখন আর কার্যকর অবস্থায় নেই।

‘গত সপ্তাহে গাজার অন্তত ৫টি হাসপাতালে হামলা চালানো হয়েছে এবং গত ৪৮ ঘণ্টার হামলায় বিভিন্ন হাসপাতালের অন্তত ৪৩০টি শয্যা ধ্বংস হয়েছে। সেখানকার স্বাস্থ্যকর্মীরা নিজেদের সামর্থের বাইরে গিয়ে হতাহতদের চিকিৎসাসেবা দিচ্ছেন।’

গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। বুলডোজার দিয়ে সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে নিয়ে যায় তারা।

আকস্মিক এই হামলার জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে। উপরন্তু গত অক্টোবরের মাঝামাঝি থেকে উপত্যকায় অভিযানে নেমেছে ইসরায়েলের স্থলবাহিনীও।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা শুক্রবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর গত ১ মাসের অভিযানে উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১১ হাজার ৭৮ জন। এই নিহতদের মধ্যে শিশুদের সংখ্যা ৪ হাজার ৫০৬ জন, নারীদের সংখ্যা ৩ হাজার ২৭ জন এবং বয়স্ক লোকজনের সংখ্যা ৬৭৮ জন। সূত্র : এপি


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ