Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:২৫, ১৭ মার্চ ২০২২

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস ঘোষণা

১৫ মার্চকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। গতকাল ১৫ মার্চ সংস্থাটির সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন তথা ওআইসির পক্ষ থেকে পাকিস্তানের এই প্রস্তাব গৃহিত হয়েছে।

ওআইসির ৫৭ সদস্য এবং চীন ও রাশিয়াসহ আটটি দেশ প্রস্তাবটিকে পৃষ্ঠপোষকতা করে আসছিল। বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে। কিন্তু এতে আপত্তি জানিয়েছে ভারত, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। 

প্রস্তাবটি গৃহীত হওয়ায় মুসলিম উম্মাহকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুনির আকরাম বলেন, ইসলামফোবিয়া এখন একটি বাস্তবতা। এর বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করার ক্ষেত্রে জাতিসংঘের এই প্রস্তাব মাইলফলক হয়ে থাকবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ