Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

চলতি বছর রোজা শুরু হতে পারে ২ এপ্রিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৭, ১৩ জানুয়ারি ২০২২

চলতি বছর রোজা শুরু হতে পারে ২ এপ্রিল

চলতি বছর অর্থাৎ ২০২২ সালে রমজান শুরু হতে পারে ২ এপ্রিল থেকে। মিশরের জাতীয় জোর্তিবিদ্যা গবেষণা ইনস্টিটিউট এমন তথ্য জানিয়েছে। যদিও রোজা শুরুর বিষয়টি পুরোপুরি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। 

মিশরীয় জোতির্বিদদের বরাত দিয়ে এতে বলা হয়েছে, আরবি শাবান মাসের ২৯ তারিখ পড়ছে আগামী ১ এপ্রিল। হিসাব অনুযায়ী হয়তো ওই দিন সন্ধ্যায়ই পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে আকাশে। আর সেটা হলে ২০২২ সালের মাহে রমজান আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে। 

প্রসঙ্গত, আরবি ক্যালেন্ডার অনুযায়ী বছরের নবম মাস হলো বরকতময় রমজান। এই মাসে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যান্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থেকে সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ