
বসনিয়ার সার্ব নেতা মিলোরাড দোদিক এবং সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অস্থিতিশীলতা বা দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। বুধবার এই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে দোদিকের বিরুদ্ধে দুর্নীতি এবং বসনিয়া ও হার্জেগভনিয়ার স্থিতিশীলত ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে ফেলার জন্য দায়ী করা হয়েছে।
একই বিবৃতিতে বাঞ্জা লুকাভিত্তিক সংবাদমাধ্যম আল্টারনেটিভনা টেলিভিশন (এটিভি)-এর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এটিভি এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা ও সমালোচনা করেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বসনিয়ার সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এদে মধ্যে রয়েছেন হাই জুডিসিয়াল কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট মিলান টেগেলটিজা, আইনপ্রণেতা মিরসাদ কুকিক।