
চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর দমন-পীড়নের অভিযোগে ১১২ জন চীনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উইঘুর জনগোষ্ঠীর ১৯ ব্যক্তি। গতকাল ৪ জানুয়ারি তারা তুরস্কের একটি প্রসিকিউটর দফতরে মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, নির্যাতন, ধর্ষণ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তুরস্কের আইনজীবী গুলদেন সনমেজ জানিয়েছেন, সংখ্যালঘু উইঘুর জনগোষ্ঠীসহ অন্যান্য আরও মুসলিম জনগোষ্ঠীর প্রায় ১০ লাখ মানুষকে ২০১৬ সাল থেকে বিভিন্ন বন্দিশিবিরে আটকে রেখেছে চীনা কর্তৃপক্ষ।
সেখানে তাদের কাছ থেকে জোরপূর্বক শ্রম আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গুরুতর এসব অভিযোগ সামনে আসার পরও আন্তর্জাতিক সম্প্রদায় চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
এ কারণেই অভিযুক্ত চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করার প্রয়োজন ছিল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।