Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এবার ফ্রান্সে করোনার নতুন ভ্যারিয়েন্ট আইএইচইউ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৩, ৪ জানুয়ারি ২০২২

এবার ফ্রান্সে করোনার নতুন ভ্যারিয়েন্ট আইএইচইউ

করোনাভাইরাসের ব্যাপক সংক্রামক ধরন ডেল্টা ও ওমিক্রনের দাপটে কাঁপছে বিশ্ব। এর মধ্যেই ফ্রান্সে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটির আরও একটি রূপান্তরিত ধরন, এর নাম- আইএইচইউ। 

ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির নামানুসারে এটির নামকরণ করা হয়েছে। জানা গেছে, দেশটিতে এ পর্যন্ত ১২ জন নতুন রূপান্তরিত এই ধরনটিতে আক্রান্ত হয়েছেন। 

ফ্রান্সের সংবাদমাধ্যগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রথম এই ভাইরাসটিতে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন। 

দেহে করোনার উপসর্গ বোধ করায় স্থানীয় একটি ল্যাবে আরটিপিসিআর টেস্ট করিয়েছিলেন ওই ব্যক্তি। টেস্টের জন্য যে নমুনা তিনি দিয়েছিলেন, সেখানেই ধরা পড়ে ভাইরাসটির উপস্থিতি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ