Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অতিসংক্রামক হলেও ডেল্টার চেয়ে দুর্বল ওমিক্রন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:০২, ১০ ডিসেম্বর ২০২১

অতিসংক্রামক হলেও ডেল্টার চেয়ে দুর্বল ওমিক্রন

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট অতিসংক্রামক হলেও ডেল্টা ধরনের তুলনায় এটি দুর্বল বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ভাইরাসের আগের ধরনগুলোতে সংক্রমিত ব্যক্তি বা টিকা নেওয়া ব্যক্তিদের সহজেই সংক্রমিত করতে পারে ওমিক্রন। 

তবে এই সংক্রমণের প্রভাব খুব শক্তিশালী কিছু নয়। গতকাল ৮ ডিসেম্বর বিশ্ব সাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস সাংবাদিকদের বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া তথ্যে আমরা এটিই দেখতে পারছি যে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে পুনঃসংক্রমণের হার অনেক বেশি। 

তবে ডেল্টা ধরনের তুলনায় ওমিক্রন খুব বেশি গুরুতর অসুস্থতা সৃষ্টি করে না। 

অবশ্য তিনি জোর দিয়ে বলেন, ওমিক্রনের বিষয়ে সুনির্দিষ্ট উপসংহারে পৌঁছানোর আগে আমাদের আরও তথ্য প্রয়োজন। নতুন ভ্যারিয়েন্ট হওয়ায় ওমিক্রনের চারিত্রিক গঠন ও বৈশিষ্ট্য বাকি ভ্যারিয়েন্টগুলোর তুলনায় অনেকটাই আলাদা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ