ইসলামফোবিয়ার বিরুদ্ধে সমাবেশের ডাক কানাডায়
ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সমাবেশের ডাক দেয়া হয়েছে কানাডায়। লক্ষ্য সচেতনতা বাড়ানো। মুসলিম অ্যাসোসিয়েশন অব কানাডার উদ্যোগে এই সমাবেশের আহ্বান জানানো হয়।
অন্টারিওসহ কানাডার প্রতিটি প্রদেশে শুক্রবার (১৮ জুন) অনুষ্ঠিত হবে এই সমাবেশ। এতে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি পাকিস্তানী বংশোদ্ভুত একই পরিবারের ৪ সদস্যকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।