সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশন অব মিশিগান তথা বাবাম। ২৬ সেপ্টেম্বর হ্যামট্রামিক শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাবামের প্রেসিডেন্ট মোহাম্মদ আহাদ, সঞ্চালনা করেন সেক্রেটারি গিয়াস তালুকদার। অনুষ্ঠানে বাবামের পক্ষ থেকে চেম্বার সভাপতি তাহমিন আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় বক্তব্যে রাখেন ব্যবসায়ী হাজী নিজাম উদ্দিন, মোহাম্মদ জামান, মইনুল হক, আহবাব আহমেদ শামীম, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক ভাইস প্রেসিডেন্ট লায়েছ উদ্দিন, মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ চান, সমাজকর্মী মুহিত মাহমুদ, বকুল তালুকদার, হেলাল খান, জুবারুল ইসলাম, কাজী এবাদ প্রমুখ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।