Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

করোনায় আক্রান্ত হয়েছেন অ্যান্থনি ফাউসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৯, ১৭ জুন ২০২২

করোনায় আক্রান্ত হয়েছেন অ্যান্থনি ফাউসি

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও তিনি করোনা টিকার দুটি নিয়মিত ডোজ এবং দুটি বুস্টার ডোজ নিয়েছেন। গতকাল ১৫ জুন তাঁর করোনা টেস্ট পজিটিভ আসে। 

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছে,  অ্যান্থনি ফাউসির শরীরে করোনার মৃদু উপস্বর্গ দেখা দিয়েছে। তবে তিনি বাড়িতে বসেই তাঁর অফিসের কাজকর্ম চালিয়ে যাবেন। 

৮১ বছর বয়স্ক অ্যান্থনি ফাউসি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে ট্রাম্প সরকারের আমলেও একই দায়িত্ব পালন করেছেন তিনি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ