বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। হামলা থেকে রেহাই পাচ্ছে না স্কুল, হাসপাতাল, গির্জা কিংবা শপিংমল। এ অবস্থায় শিক্ষার্থীসহ নিজেদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্য স্টাফদের হাতে অস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছে ওহাইও অঙ্গরাজ্য প্রশাসন।
আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, ২৪ ঘণ্টার প্রাথমিক প্রশিক্ষণ শেষে স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মীদের হাতে বন্দুক তুলে দেওয়া হবে। ওহাইও অঙ্গরাজ্য এই সংক্রান্ত একটি আইন প্রণয়ন করতে প্রস্তুত।
এই আইনের সমর্থকদের আশা, আইনটি কার্যকরের মাধ্যমে শিক্ষকদের সশস্ত্র করা হলে স্কুলগুলোতে বন্দুক হামলা হ্রাস পাবে এবং প্রাণহানির ঘটনায় কমবে।
তবে এই আইনের বিরোধীরা বলছেন, এটি শিশুদের জন্য স্কুলগুলোকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র শিক্ষকদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেক করা হবে এবং প্রতি বছর তাদেরকে আট ঘণ্টার অতিরিক্ত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।