মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ ৫ এপ্রিল ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের তরফে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি একটি প্রক্রিয়ার ব্যাপার বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচিতে আরও ছিল বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি।
বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে একটি ভালো নির্বাচন প্রক্রিয়া ও ব্যবস্থা রয়েছে। একটি দল ছাড়া বাকি সবাই এই স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে অংশ নেয়। বৈঠকে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেকওয়ার্ক নিয়ে আলোচনা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেনে মানবিক সহায়তা সংক্রান্ত প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ভোট দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।