
পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটকে হাত রেখে ‘আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশি-আমেরিকান সুব্রত চৌধুরী।
গতকাল ১৮ জানুয়ারি এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আটলান্টিক সিটির সিটি হলের ক্লার্ক অফিসে। সিটির সহকারী ক্লার্ক মনিকা ওয়েব তাঁকে শপথ বাক্য পাঠ করান। সম্প্রতি আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সুব্রত চৌধুরীকে এই পদে নিয়োগ দেন।
এরপর সেই নিয়োগ আটলান্টিক সিটির কাউন্সিল সভায় অনুমোদিত হয়। আগামী ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।