
শাটডাউন কিংবা লকডাউন নয়, করোনাভাইরাসের সবশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে কঠোর ভ্রমণবিধি প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।
নতুন এই ভ্রমণবিধি সম্পর্কে বলা হয়েছে, আকাশপথে যাত্রীদের যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনার আগে ২৪ ঘণ্টার মধ্যে করা করোনা পরীক্ষার ফল নেগেটিভ হতে হবে। আর উড়োজাহাজ, ট্রেন ও বাসে মাস্ক পরার প্রয়োজনীয়তা আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ানের কথা বলা হয়েছে।
এছাড়া দেশের সকল প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনের বুস্টার ডোজ পেতে উৎসাহিত করার পদক্ষেপ নেয়ার পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে টিকাদানের হার বাড়ানো হবে। সে কারণে দেশজুড়ে শত শত পারিবারিক টিকাদান ক্লিনিক স্থাপন করা হবে বলে জানানো করা হয়ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকা, স্পেন, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, পর্তুগালসহ প্রায় ৪০ দেশে ইতোমধ্যেই করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।