Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সতকর্তা জারি

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল ও কানাডায় তীব্র তাপদাহ

অভিক আহসান

প্রকাশিত: ১০:৩৫, ২৯ জুন ২০২১

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল ও কানাডায় তীব্র তাপদাহ

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল ও কানাডায় তীব্র তাপদাহ

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। একই চিত্র কানাডাতেও।

মার্কিন আবহাওয়া অধিদপ্তর বিবৃতিতে জানিয়েছে,রাজধানী ওয়াশিংটনসহ অরেগন, ক্যালিফোর্নিয়াসহ কয়েকটি রাজ্যে অনুভূত হচ্ছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। পোর্টল্যান্ডে তো তাপমাত্রা রেকর্ড ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সেটি আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। এরইমধ্যে জরুরি সর্তকতা জারি করেছে জাতীয় আবহাওয়া অধিদফতর।

এদিকে, কয়েকটি শহরে কুলিং সেন্টার খোলা হয়েছে। সিনেমা হল এবং সুইমিং কমপ্লেক্সকে আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে। বাতিল করা হয়েছে বেশকিছু টিকাদান কেন্দ্রের কার্যক্রম। হিটস্ট্রোক এড়াতে রাজ্যগুলোর বাসিন্দাদের ঘরে থাকা এবং বেশি করে পানি পানের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

সংবাদটি শেয়ার করুনঃ