
অনেক সময় পুলিশ সন্দেজনকভাবে কাউকে আটক করে এবং আটককৃতের ব্যাপারে তথ্য-উপাত্ত বের করার চেষ্টা করে। সম্প্রতি ম্যানহাটানের একটি ফেডারেল কোর্ট এ সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছে যে, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট কাউকে আটক করার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করার কারণ অনুসন্ধান করতে পারবে না।
নিউইয়র্ক পুলিশ প্রায়ই লোকজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করে এজন্য যে, তাদের কাছে অবৈধ অস্ত্র থাকতে পারে অথবা তারা কোনো অপরাধ ঘটাতে পারে। এবার আদালত এমনটা করার ওপর নিষেধাজ্ঞা দিল।
প্রসঙ্গত, নিউইয়র্ক পুলিশের এই পদ্ধতিকে হয়রানিমূলক বিবেচনা করে সাত জন ভুক্তভোগীর পক্ষে লিগ্যাল এইড সোসাইটি, হ্যান্ডলে ফারাহ এন্ড এন্ডারসন এবং স্ট্রুক এন্ড লাবান ম্যানহাটান ফেডারেল কোর্টে একটি মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে আদালত জানিয়ে দিল, অপরাধ খুঁজতে কাউকে আটকে রাখতে পারবে না এনওয়াইপিডি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।