পূর্ব ঘোষণা অনুযায়ী পহেলা জুন থেকে নিউইয়র্কে গ্যাসের উপর ট্যাক্স স্থগিত করা হয়েছে। এতে করে গ্যাসের বেসামাল দাম কিছুটা কমে এসেছে। যা জনগণের ভোগান্তি কিছুটা হলেও লাগব করছে বলে অভিমত রাজ্য সংশ্লিষ্টদের।
গত এপ্রিলে বাজেট ঘোষণাকালে গ্যাস ট্যাক্স স্থগিতের সিদ্ধান্ত জানায় প্রশাসন। এতে করে রাজ্যে পেট্রলের গ্যালন প্রতি ১৬ সেন্ট কমে আসবে। এই সুবিধা বহাল থাকবে চলতি বছরের বাকি সময়।
সরজমিনে দেখা গেছে, আগের দিন মঙ্গলবার যেখানে প্রতি গ্যালন কিনতে হয়েছে ৬.৮৩ ডলারে, সেখানে পরদিন বুধবার ৪.৬৭ ডলারে গ্যাস কিনছেন সবাই।
গভর্নর ক্যথি হোকুল বলেছেন, করোনা মহামারি ও বিভিন্ন কারণে মানুষের আয় কমে গিয়েছিলো। এছাড়া গ্যাসের দাম অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় সরকার গ্যাস ট্যাক্স স্থগিত করেছে। এটা রাজ্যের জনগণের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।