Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কের মসজিদগুলোতে জুমাতুল বিদা উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৩৯, ১ মে ২০২২

যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কের মসজিদগুলোতে জুমাতুল বিদা উদযাপন

বিদায় নিচ্ছে পবিত্র মাহে রমজান। দুদিন বাদেই মুসলমানরা উদযাপন করবে ঈদুল ফিতর। তার আগে ৩০ এপ্রিল নিউইয়র্কের মসজিদগুলোতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে রমজান মাসের শেষ জুমা তথা জুমাতুল বিদা। 

জুমার খুতবার বড় অংশজুড়ে ইমাম ও খতিবগণ ঈদুল ফিতরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। অন্যান্য জুমার চেয়ে এদিন মুসল্লিদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে। 

ইমাম ও খতিবগণ তাদের বক্তব্যে গরীব মানুষের হাতে দ্রুত সদকাতুল ফিতর তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। নামাজ শেষে মসজিদগুলোতে ছিল বিশেষ দোয়ার ব্যবস্থা। 

নিউইয়র্কের মুসলিম কমিউনিটির অন্যতম বড় মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টার তথা জেএমসিতে জুমাতুল বিদা আদায় শেষে দুস্থ মানুষের মাঝে ঈদ ফুড প্যাকেজ বিতরণ করা হয়। মুসল্লিরা সারিবদ্ধভাবে খাবার গ্রহণ করেছেন এবং এর আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ