
নিউইয়র্ক সিটিতে বড় ধরনের হামলার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিককালে গুলিবর্ষণের ঘটনা বৃদ্ধির কারণে রাস্তাঘাটে চলাচলে ভয় পাচ্ছেন সাধারন মানুষ। সিটিকে সচল রাখার অন্যতম যে বাহন সেই সাবওয়ে এখন আতঙ্কের অপর নাম।
দিনদুয়েক আগে ইষ্ট ভিলেজ এলাকা থেকে সাবওয়েতে হামলাকারী ফ্র্যাঙ্ক জেমসকে গ্রেপ্তার এবং বিপুল সংখ্যক বিস্ফোরক দ্রব্য উদ্ধারের পর নিউইয়র্কে বড় ধরনের হামলার আশঙ্কা করেছে পুলিশ।
করোনাভাইরাস মহামারী চলাকালে সব ক্ষেত্রে স্থবিরতা বিরাজ করা সত্বেও অপরাধ বৃদ্ধি পেয়েছিল। কর্তৃপক্ষ আশা করেছিল, মহামারি কেটে যাওয়ার সঙ্গে অপরাধও হ্রাস পাবে। কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত।
নিউইয়র্কের পুলিশ কমিশনার কিসেন্ট সিওয়েল পুলিশ ডিপার্টমেন্টকে অপরাধ দমন করার লক্ষ্যে সকল সম্পদ ও সুযোগ কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।