নিউইয়র্কে বিভিন্ন সময় গৃহহীনদের লক্ষ্য করে গুলি করে হতাহত করার ঘটনায় জিরাল্ড বিভার্ড নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৫ মার্চ ওয়াশিংটন ডিসিতে তাকে গ্রেফতার করা হয়। গৃহহীনদের ওপর হামলাকারীর বর্ণনার সাথে বিভার্ডের মিল রয়েছে।
ধারণা করা হচ্ছে, ডিসি ও নিউইয়র্ক দুই স্থানেই গুলি করে গৃহহীনদের হতাহত করার জন্য বিভার্ড দায়ী। পুরো বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।
নিউইয়র্ক পুলিশ, ডিসি পুলিশ, এফবিআই এবং এটিএফ যৌথ অভিযানের মাধ্যমে জিরাল্ড বিভার্ডকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়।
গৃহহীনদের লক্ষ্য করে হতাহত করার পেছেন জিরাড বিভার্ডের মোটিভ খোঁজার চেষ্টা করছে নিউইয়র্ক পুলিশ। আপাতত তাকে একজন সিরিয়াল কিলার হিসেবেই দেখা হচ্ছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।