
নিউইয়র্কে হারিয়ে যাওয়ার দুই বছর পর খুঁজে পাওয়া গেলো এক শিশুকে। ২০১৯ সালে মাত্র চার বছর বয়সে হারিয়ে গিয়েছিল পাইসলি শুল্টিস। অবশেষে দুই বছর পর নিউইয়র্কের সগার্টিস শহরের একটি বাড়িতে তাকে খুঁজে পাওয়া গেছে।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, গত সোমবার তাকে ওই বাড়ির সিঁড়ির নিচে থাকা গোপন রুম থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় সে পুরোপুরি সুস্থ ছিল।
তাকে তার আইনি অভিবাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিবিসির খবরে জানানো হয়েছে, পাইসলির আসল বাবা মার বিরুদ্ধে নিজের সন্তানের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগ এনেছে পুলিশ।
২০১৯ সালের জুলাই মাসে টায়োগা কাউন্টি থেকে হারিয়ে যায় পাইসলি। ২০১৯ সালেই পাইসলি ও তার বোনের অভিভাবকত্ব হারিয়েছিল তাদের বাবা-মা। পুলিশ বলছে, এ কারণেই অপহরণ করা হয়েছিল পাইসলিকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।