Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কাউন্সিলউইম্যান নাতাশা উইলিয়ামের অভিষেক উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ১১ ফেব্রুয়ারি ২০২২

কাউন্সিলউইম্যান নাতাশা উইলিয়ামের অভিষেক উদযাপন

নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৭ থেকে কাউন্সিলউইম্যান নির্বাচিত হয়েছেন নাতাশা উইলিয়াম। গত ৬ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণভাবে তার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে সিটি মেয়র এরিক এডামসসহ নতুন প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত হয়ে নাতাশাকে শুভেচ্ছা জানান। 

‘ড্রাইভেন টু সার্ভ, কমিটেড টু চেঞ্জ’ এই শ্লোগানকে ধারণ করে পথচলা শুরু করেছেন নাতাশা। তাকে শুভকামনা জানিয়ে এরিক এডামস বলেন, সমাজকর্মী হিসেবে অনেক আগে থেকেই সফলতা অর্জন করেছেন নাতাশা। 

ডিস্ট্রিক্ট-২৭ এর দায়িত্ব নিয়েও একইভাবে সফল হবেন বলে আমাদের প্রত্যাশা। নাতাশা উইলিয়াম তার বক্তব্যে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কমিউনিটির সহযোগিতা কামনা করেছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ