
নিউইয়র্ক স্টেটে প্রায় ১০ লাখ মানুষের হেলথ ইন্সুরেন্স নেই। এ অবস্থায় সিটিজেন বাজেট কমিশন এবং কম্যুনিটি সার্ভিস সোসাইটি ওই ১০ লাখ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বাজেটে বিশেষ বরাদ্দের প্রস্তাব দিয়েছে।
শিগগিরই গভর্নর ক্যাথি হকুল তার প্রথম বাজেট প্রস্তাব পেশ করবেন। জানা গেছে, বাজেট প্রস্তাবে হেলথকেয়ার সার্ভিস প্রসঙ্গটি রয়েছে।
প্রসঙ্গত, কলোরাডো, নেভাডা এবং ওয়াশিংটন স্টেট তাদের স্টেটের আনডকুমেন্টেডসহ হতদরিদ্রদের জন্য বিশেষ হেলথ ইন্সুরেন্স প্রদান করে। গত সপ্তাহে গভর্নর ক্যাথি হকুল তার স্টেট অব দ্য স্টেট ভাষণে হেলথ ইন্সুরেন্স সম্পর্কে কিছু না বললেও পরে তিনি হেলথ ইন্সুরেন্স সুবিধা দেয়ার কথা জানান।
তিনি বলেন, জীবদ্দশায় এমন প্যানডেমিকে আমাদের কর্মকান্ডও হতে হবে এই রকমই। সহায়হীনদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।