মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা তথা মুনার সোশ্যাল সার্ভিসের উদ্যোগে বিভিন্ন সময় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা প্রকার সহায়তা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারি শুক্রবার নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
একইসাথে সংস্থাটির পক্ষ থেকে ঘোষণা করা হয়, এখন থেকে প্রতি শুক্রবার সিটির ১৪টি স্থানে এই মানবিক কর্মসূচি পরিচালনা করা হবে।
স্থানগুলোর মধ্যে রয়েছে- মুনা সেন্টার অব জ্যামাইকা, বিএমএমসিসি, ব্রুকলিন ইসলামিক সেন্টার, মুনা সেন্টার অব সাউথ জ্যামাইকা, বাইতুন নুর মসজিদ, ওজন পার্ক, ব্রæকলিন ডাউন টাউন, বাইতুল ইসলাম মসজিদ, ডেভিডসন এবং ব্রঙ্কস।
যাদের সহায়তা প্রয়োজন, তাদেরকে নিঃসঙ্কোচে এসব খাদ্য সামগ্রী গ্রহণ করার অনুরোধ করা হয়েছে মুনার সোশ্যাল সার্ভিসের পক্ষ থেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।