Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্ক সিটিতে ভাড়ায় মিলছে ছাতা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৬, ৫ জানুয়ারি ২০২২

নিউইয়র্ক সিটিতে ভাড়ায় মিলছে ছাতা!

রোদ-বৃষ্টিতে নিউইয়র্ক নগরে ছাতা ভাড়া নেয়া যাচ্ছে। এমন উদ্যোগ নেয়া কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ফ্রেডি মার্কস বলেছেন, বিষয়টি একদম সহজ। রোদ-বৃষ্টিতে যার ছাতা দরকার সে নিয়ে যাবে এবং পরদিন ফেরত দেবে। প্রথম ২৪ ঘণ্টার জন্য ছাতাটি ফ্রি। 

তারপর প্রতিদিনের জন্য ২ ডলার করে ফি আরোপ করা হবে। ৪র্থ দিনে পৌঁছার পর গ্রাহক ছাতাটি রেখে দেবে এবং গ্রাহকের নামে ১৬ ডলার চার্জ করা হবে। 

একটি অ্যাপসের মাধ্যমে ছাতা নেয়া ও ফেরত দেয়ার কাজটি পরিচালিত হবে। রেন্ট আম্বরেলা নামের এই স্টার্টআপ প্রতিষ্ঠান ছাতা ভাড়া থেকে আয় বৃদ্ধির জন্য ছাতার ওপরে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন প্রদান করবে বলে জানিয়েছে। 

নিউইয়র্ক নগরের সব ট্রেন স্টেশনে এসব ছাতা পাওয়া যাবে। কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ফ্রেডি মার্কোস জানান, এ ধারণা নিয়ে তাঁদের কোম্পানিটি ব্রাজিলে সফল ব্যবসা করেছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ