
করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমন ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় নিউইয়র্ক সিটির স্কুলগুলি আবার বন্ধ করে দেয়া হতে পারে। ডিপার্টমেন্ট অব এডুকেশন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং স্কুলগুলোকে এ ব্যাপারে আভাস দিয়েছে বলে জানা গেছে।
সিটির বিভিন্ন স্কুল ইতোমধ্যেই এ ব্যাপারে প্রস্তুতি শুরু করেছে। স্কুল বন্ধ ঘোষণা করা হলে শিক্ষার্থীরা যাতে গুগলের মাধ্যমে ক্লাস করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে।
কিভাবে গুগলে প্রবেশ করতে হয় সে সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করতেও শিক্ষকদের দায়িত্ব দেয়া হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।