এলসায় বিধ্বস্ত বাড়িঘর
ক্রান্তীয় ঝড় এলসার তাণ্ডব চালিয়েছে ফ্লোরিডা উপকূলে। এতে বিপর্যস্ত জনজীবন। বৃহস্পতিবার, স্থানীয় সময় সকালে উপকূলে আঘাত হানে ঝড়টি।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, আঘাত হানার আগে গতি কমে হারিকেন থেকে ক্রান্তীয় ঝড়ে রূপ নেয় এলসা। দেখা দেয় তীব্র বাতাস ও ভারি বৃষ্টি। এতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। রাস্তাঘাট তলিয়ে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। বিধ্বস্ত বহু বাড়িঘর। খুটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কয়েকশ' বাড়িঘর। টাম্পা উপকূলে তৈরি হয়েছে ভূমিধস।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার আরও জানিয়েছে, শুক্রবার, ফ্লোরিডা অতিক্রম করে ভার্জিনিয়ায় আঘাত হানতে পারে এলসা। দুপুর নাগাদ নিউইয়র্ক অতিক্রমের কথা আছে ক্রান্তীয় ঝড়টির। এর প্রভাবে ভারি বৃষ্টিপাত হচ্ছে অনেক এলাকায়।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610, +1 (718) 355-9232 এই নাম্বারে।