Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ৩১ জুলাই ২০২৩

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

ঢাকায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ মানববন্ধ করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় নেতৃবৃন্দ এক দফা দাবির সাথে একমত পোষণ করে বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবি জানান।

২৯ জুলাই নিউইয়র্কে বিএনপির উদ্যোগে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজা এবং ২৮ জুলাই শুক্রবার ব্রুকলীনে চার্চ-ম্যাকডোনাল্ডে পৃথক দুটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডাইভার্সিটি প্লাজার কর্মসূচিতে নেতৃত্ব দেয় নিউইয়র্ক স্টেট বিএনপি ও নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির উপদেষ্টা জসীমউদ্দিন ভিপি, আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, যুগ্ম আহ্বায়ক বদরুল হক আজাদ। 

আরও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম শিকদার, আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমেদ, রিয়াজ মাহমুদ, হুমায়ূন কবীর, দেওয়ান মাহমুদ, ওয়াহেদ আলী মন্ডল, মীর মশিউর রহমানি, আশরাফ হোসেন, জিয়াউর রহমান মিলন, সাইফুল ইসলাম, মোতাহার হোসেন, হাবিবুর রহমান, নিউইয়র্ক মহানগর বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাসির, খলকুর রহমান, জিয়উল হক মিশন, নাসির উদ্দিন, শাহাদত হোসেন রাজু, কামাল উদ্দিন দিপু, রেজবুল কবির, জামালুর রহমান চোধুরী, কামাল হোসেন হাওলাদার, জামাল হোসেন, ফারদিন রনি, মোহাহাম্মদ হাসান, রেজওয়ান চোধুরী প্রমুখ।

অপরদিকে ব্রুকলীনে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় ২৮ জুলাই সন্ধ্যায় বিএনপির উদ্যোগে এক দফা দাবির আন্দোলনের সমর্থনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।

প্রধান বক্তা ছিলেন কাজী সাখাওয়াত হোসেন আজম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, শাহ আলম, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, গোলাম মোহাম্মদ, সালেহ আহমেদ, ফয়সাল আহমেদ, নুর আলম, ভুট্টু, মাওলানা নুরনবী, সিরাজ উদ্দিন, হাসান, মনির, গাজী আহমেদ, মীর হোসেন, তাহের প্রমুখ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ