Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কুইন্সে জমজমাট সালাম ক্রুজ এবং প্রি-ঈদ সেলিব্রেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৬, ৭ জুলাই ২০২২

কুইন্সে জমজমাট সালাম ক্রুজ এবং প্রি-ঈদ সেলিব্রেশন

নিউইয়র্কের কুইন্সে জমজমাট সালাম ক্রুজ ও প্রি-ঈদ সেলিব্রেশন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ, মুসলিম কমিউনিটি সেন্টার তথা এমসিসি এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়। 

এ উপলক্ষে গতকাল ৫ জুলাই ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা পরিণত হয় মিলনমেলায়। উৎসব আর উচ্ছ্বাসে ৪ ঘণ্টায় সিটির চারপাশে ঘুরে বেড়ান অংশগ্রহণকারীরা। 

এই সময়ের মধ্যে ছিল জামাতের সঙ্গে নামাজ আদায়, আলোচনা, ডিনার, সুইপ প্যান, আইসক্রিম ও শিশুদের খেলাধুলার ব্যবস্থা। 

এই আনন্দ আয়োজনে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জ্যামাইকা মুসলিম সেন্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, এবিএম ওসমান গনি, ওয়াদুল ভূঁইয়া, নজরুল ইসলাম, এটর্নি আহসান হাবিব, নিয়াজ হোসাইন, মুহাম্মদ শহীদুল্লাহ, রেজাউল করিম চৌধুরী এবং লিটন আহমেদ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ