ফ্লোরিডাবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল, সেখানে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ কন্স্যুলেট অফিসের, যার মাধ্যমে ফ্লোরিডা স্টেটের বিভিন্ন সিটির মানুষ সকল সেবা নিতে পারেন। তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে।
সম্প্রতি ফ্লোরিডার মিয়ামিতে বাংলাদেশ কন্স্যুলেট অফিস চালু হয়েছে। এরইমধ্যে সেখানে নো-ভিসাসহ বিভিন্ন সেবা কার্যক্রম চালু করেছে। তবে এখন পর্যন্ত পাসপোর্ট ইস্যু করা শুরু করতে পারেনি।
পরিকল্পনা রয়েছে, শিগগিরই এই কার্যক্রম চালু করা হবে। ইতোমধ্যে বিষয়টি ওয়েবসাইটে উল্লেখ করেছে। এতে পাসপোর্ট কার্যক্রম চালু হওয়ার আগ পর্যন্ত আবেদনকারীদের পূর্বের মতো কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।