
বাংলাদেশ আমেরিকান কালচারাল এসোসিয়েশেন তথা বাকার উদ্যোগে শিশু কিশোরদের অংশগ্রহণে কিরাত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ এপ্রিল নিউইয়র্কের ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আহবাব চৌধুরী খোকন। এমডি আলাউদ্দিন ও বাকার সাধারন সম্পাদক সারোয়ার চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠান দুই পর্বে ভাগ করা হয়।
শুরুতেই ছিলো শিশু কিশোরদের অংশগ্রহনে ক্বিরাত প্রতিযোগিতা এবং পরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য, দোয়া ও ইফতার। এতে উপস্থিত ছিলেন কমুউনিটি নেতা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বক্তব্য রাখেন স্টেট সিনেটর লুইস সেপুলভিদা, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, কাজী আযম, আব্দুস শহীদ, সিপিএ আহাদ চৌধুরী, জুনেদ চৌধুরী প্রমুখ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।