
ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করার ব্যাপারে সকল শর্ত পূরণ করেছে বাংলাদেশ সরকার। যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়ে গেছে। এখন যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ।
গত ৭ এপ্রিল জ্যামাইকার তাজমহল রেস্টুরেন্টে শেখ কামাল স্মৃতি পরিষদ ও নিউ অ্যামেরিকান ভোটারস এসোসিয়েশন আয়োজিত সভায় অংশ নিয়ে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় কংগ্রেসম্যান টম সূজি বলেন, বাংলাদেশিরা নিজেদের মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে মুলধারার রাজনীতিতে জায়গা করে নিচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, এলিজাবেথ ক্রাউলি, কাউন্সিলওম্যান নাটালি লি, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. এম মনির হোসেন, কনসাল জেনারেল ড. এম মনিরুল ইসলাম, শেখ কামাল স্মৃতি পরিষদের সভাপতি ডা. মাসুদুল হাসান, শরাফ সরকার, দিলিপ নাথসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।