
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিল্প, সাহিত্য, সংগীত, আদর্শ ও ভাবনাকে উত্তর আমেরিকার বাংলাদেশীসহ অন্যান্য জাতি-গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিতে প্রতি বছর যুক্তরাষ্ট্রে নজরুল কনফারেন্স অনুষ্ঠিত হয়।
তারই ধারাবাহিকতায় ১৯তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হবে আগামী ১৩ ও ১৪ আগস্ট। সম্মেলনের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর আমেরিকার অত্যন্ত সুপরিচিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন শতদলকে।
এটি অনুষ্ঠিত হবে নিউজার্সির জেএমপি আর্টস সেন্টারে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এনটিভি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. জাকির হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন রায়হানুল ইসলাম চৌধুরী। এছাড়া আরও উপস্থিত থাকবেন ফেরদৌস আরা, সুজিত মুস্তাফা, খিলখিল কাজী, সালাউদ্দিন আহমেদ, অনুপ বড়ুয়া এবং জান্নাকে রোম্মান তিথি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।