
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা তথা মুনার নিউইয়র্ক সাউথ জোনের উদ্যোগে ‘ওয়েলকাম রামাদান’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মার্চ ইমাম ও খতিব এবং কমিউনিটি লিডারদের নিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার সাবেক দুই কেন্দ্রীয় সভাপতি বিশিস্ট শিক্ষাবিদ আবু আহমেদ নূরুজ্জামান এবং মাওলানা দেলওয়ার হোসাইন।
এছাড়া ন্যাশনাল ভাইস প্রেসিডন্ট মাওলানা এবিএম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গোলাম মাওলা সুজন, ডক্টর রুহুল আমিন, আহমেদ আবু উবায়দা, নিউইয়র্ক সাউথ জোনের সভাপতি মাওলানা সাফায়েত হোসাইন ও নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল আরিফ উপস্থিত ছিলেন।
নিউইয়র্কের বিভিন্ন মসজিদের ঈমাম ও খতীব এবং কমিউনিটির বিভিন্ন সোসাইটি ও সমিতির সভাপতি-সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ এতে অংশ নিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।