
বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা এবং নৈশভোজে মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা। গত ২৬ মার্চ নবান্ন পার্টি সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়।
এলামনাইয়ের সভাপতি মাহমুদ আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুক। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ।
অনুষ্ঠানে চবি এলামনাইয়ের কার্যকরী পরিষদের সদস্য ছাড়াও সাধারণ সদস্যরা পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তাদের স্বজনদের লাল সবুজের পোষাক গোটা অনুষ্ঠানস্থলে অন্যরকম আবহ তৈরি করে। সবশেষে ছিল বাহারী খাবারের নৈশভোজ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।