মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা তথা মুনার উদ্যোগে ন্যাশনাল দাওয়াহ ওয়ার্কশপ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ মার্চ শনিবার মুনার ন্যাশনাল দাওয়াহ অ্যান্ড ফেইথ অ্যাওয়ারনেস ডিপার্টমেন্টের আয়োজনে সফলতার সাথে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এতে মুনার কেন্দ্রীয় এবং আঞ্চলিক শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে অংশ নেন নিউইয়র্কের বিভিন্ন স্থানের প্রায় অর্ধশতাধিক ইমাম, খতিব ও ইসলামিক স্কলাররা।
যুক্তরাষ্ট্রের মতো জায়গায় কীভাবে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করা যায়, কীভাবে দ্বীনের দাওয়াতকে এগিয়ে নেওয়া- এসব বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে ওয়ার্কশপে।
এতে অংশ নেওয়া ইমাম ও খতিবরা এমন আয়োজনের জন্য মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার অনুরোধ করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।