Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ব্রঙ্কসে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ২৩ মার্চ ২০২২

ব্রঙ্কসে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির প্রস্তুতি সভা

ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আগামী ২৭ মার্চ সম্মিলিতভাবে উদযাপিত হবে মহান স্বাধীনতা দিবস। স্টার্লিং-এর ইউনিয়ন পোর্ট রোড ও বাংলাবাজার কর্নারে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। 

এতে থাকবে বাংলাদেশ ডে প্যারেড, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নৈশভোজ। আয়োজনটিকে স্বার্থক ও সুন্দর করে তোলার জন্য গত ২০ মার্চ শেষবারের মতো প্রস্তুতি সভা করেছে উদযাপন কমিটি। 

এশিয়ান ড্রাইভিং স্কুলের হলরুমে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, কো চেয়ারম্যান আবদুল গাফফার চৌধুরী, রফিকুল ইসলাম, প্রধান সমন্বয়কারী আব্দুস শহিদ, এ ইসলাম মামুন।

এছাড়া সমন্বয়কারী এমডি আলাউদ্দিন, নূরে আলম জিকু, যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদ, রেজা আবদুল্লাহ স্বপন, সদস্য ইব্রাহিম ভূইয়া এবং কবি জুলি রহমান উপস্থিত ছিলেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ