
ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে জরুরি সভা আহ্বান করা হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে বলা হয়, আগামী ১৬ মার্চ মাগরেবের নামাজের পর মসজিদের দ্বিতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় আলোচনার জন্য বেশ কয়েকটি এজেন্ডা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- মসজিদের জন্য জমি ক্রয়, মসজিদের সম্প্রসারণের জন্য ফান্ড সংগ্রহ।
সভায় উপস্থিত থাকার জন্য নির্বাহী কমিটি, উপদেষ্টা কমিটি, লাইফ মেম্বার এবং মান্থলি মেম্বাদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এর বাইরে মসজিদটির নিয়মিত মুসল্লিরাও সভায় অংশ নিয়ে তাদের মতামত জানাতে পারবেন।
বাংলাবাজার জামে মসজিদের সভাপতি ড. আব্দুস সবুর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ লালন আহমেদ যথাসময়ে সবাইকে সভায় উপস্থিত থাকার জন্য সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।