এবারের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমিউনিটি নিউজ নেটওয়ার্ক চ্যানেল ৭৮৬-এর আয়োজনে ছিল বিশেষ অনুষ্ঠানমালা। যুগে যুগে যেসব নারী তাদের কর্মগুণে ইতিহাস তৈরি করতে সক্ষম হয়েছেন, এমন আটজনকে নিয়ে প্রচার করা হয়েছে বিশেষ প্রতিবেদন।
‘কীর্তিময়ী’ শিরোনামে এসব প্রতিবেদন তৈরি করা হয়েছে। কালজয়ী এই নারীরা হলেন- মাদার তেরেসা, বেগম রোকেয়া, ফ্লোরেন্স নাইটিংগেল, মেরি কুরি, ক্লারা জেটকিন, সিমন দ্য বোভোয়ার, ওয়াঙ্গারি মাথাই এবং প্রিন্সেস ডায়না।
এছাড়া রোকেয়া মোহনার উপস্থায় ‘নারী দ্য বস’ শিরোনামে ছিল বিশেষ অনুষ্ঠান।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপরিচিত মিডিয়া পারসোনালিটি ড. নাসিমা হাসান। নারী দিবসের প্রেক্ষাপট, বাস্তবতা, তাৎপর্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি তিনি দর্শকদেরও বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।