
নিউইয়র্কভিত্তিক কমিউনিটি নিউজ নেটওয়ার্ক চ্যানেল ৭৮৬ তার জন্মলগ্ন থেকেই যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির সমৃদ্ধি ও উন্নতিতে বিভিন্নভাবে কাজ করে আসছে। অবশেষে তার আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল।
কমিউনিটি সার্ভিসের জন্য চ্যানেল ৭৮৬ কে দেওয়া হয়েছে ‘সিটি কাউন্সিল সাইটেশন’। গত ২৫ ফেব্রুয়ারি কাউন্সিল মেম্বার নাতাশা উইলিয়ামস স্বাক্ষরিত এই স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয়েছে চ্যানেলটির কর্তৃপক্ষের হাতে।
এই স্বীকৃতি অর্জনের পর চ্যানেলটির দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা এবং সকল স্তরের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এর পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ। স্বীকৃতির সম্মান রক্ষার্থে ভবিষ্যতে কমিউনিটিতে আরও সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।