
ব্রঙ্কসে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ এর উদ্যোগে অমর একুশে উদযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে স্টার্লিং বাংলাবাজার এলাকায় অবস্থিত শহীদ বেদিতে সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ ম্যুরালের সামনে হৃদয়ে বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে কনকনে শীত উপেক্ষা করে অংশ নেন মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, রাজনীতিবিদসহ বহু প্রবাসী বাংলাদেশি।
হৃদয়ে বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন আয়োজনে অংশ নেয়ার জন্য সকলের প্রতি ধন্যবাদ জানান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।