
বর্ণাঢ্য অয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি কারেকশন সোসাইটির অ্যানুয়াল অ্যাওয়ার্ড অ্যান্ড ডিনার নাইট। গত ১২ ফেব্রুয়ারি নিউইয়র্কের গ্লেন আইল্যান্ড হারবার ক্লাবে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস।
বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক সিটির কারেকশন ডিপার্টমেন্টের কমিশনার লুইস মলিনা, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশি কারেকশন সোসাইটির সভাপতি কাজী হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-এর সাবেক সভাপতি শাহ নেওয়াজ।
তাহরিম নাদিয়ার পরিচালনায় কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তিকে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।