
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই তথা জেবিবিএ-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হয় কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আপনারা আমার, আমি আপনাদের। আমাদের সবার ঐক্য নিউইয়র্ক সিটিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।
সম্প্রতি ওজনপার্কে খন্দকার মোদাসসের নামে এক বাংলাদেশী মারা যাওয়ার কথা মনে করিয়ে দিলে মেয়র বলেন, সন্ত্রাসীরা কারও বন্ধু নয়, এরা সবার শত্রু। তারা সাদা, কাল, এশিয়ান, স্পেনিশ- সব সম্প্রদায়ের মানুষকে হত্যা করছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।