
জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন তথা জেবিবিএ-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘টুকু-মুনির’ প্যানেলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন প্যানেলের প্রায় সকল প্রতিদ্বন্দ্বিতাকারী। গত ৯ জানুয়ারির নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত করে টুকু-মুনির প্যানেলকে পরাজিত করা হয়েছে।
নির্বাচনের আগের দিন রাতে ভোটার তালিকা পরিবর্তন করা হয়েছে। যারা সত্যিকারের ভোটার তাদেরকে ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে যারা ভোটার নন, এমন অনেককে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এরপর ফলাফল ঘোষণা করার সময় চক্রান্ত করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।