
না ফেরার দেশে চলে গেলেন নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির পরিচিতি মুখ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। গত ১৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে ব্রুকলীনের মাইমোনিডেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কমিউনিটি এক্টিভিস্ট আবুল কাশেম দীর্ঘদিন ধরে ব্রুকলীন বসবাস করছিলেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। ১৬ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ব্রুকলীনের বায়তুল জান্নাহ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ বাংলাদেশে গ্রামের বাড়ীতে দাফনের সিদ্ধান্ত হয়েছে। এজন্য আবুল কাশেমের মরদেহ গতকাল ১৭ জানুয়ারি রাতের ফ্লাইটে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।