Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জেএমসিতে মানবতা, ক্ষমা ও জীবনের পরিকল্পনা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৭, ২ জানুয়ারি ২০২২

জেএমসিতে মানবতা, ক্ষমা ও জীবনের পরিকল্পনা নিয়ে আলোচনা

মানুষের জীবন থেকে বিদায় নিয়েছে আরও একটি বছর। নতুন বছরকে বরণ করে নেওয়ার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা করছেন অনেকেই। একজন মুসলমানের জীবনে এই পরিকল্পনা আরও বেশি জরুরি। 

তাই নতুন বছরের মাহেন্দ্রক্ষণে জ্যামাইকা মুসলিম সেন্টার তথা জেএমসিতে আলোচনা হয়েছে একজন মুসলমানের যাপিত জীবনের পরিকল্পনা, মানবতা ও অন্যকে ক্ষমা করার বিষয় নিয়ে। 

গত ৩১ ডিসেম্বর জুম্মার নামাজের সময় এই গুরুত্বপূর্ণ আলোচনার অবতারণা করেছেন জেএমসির খতিব ইমাম শামসি আলি। ইমাম শামসি আলির পাশাপাশি বক্তব্য দেন জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট ড. সিদ্দিকুর রহমান। 

কমিউনিটিতে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, আমাদেরকে আরও সতর্ক হতে হবে। 

ভ্যাকসিন তো বটেই, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। নিজে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদেরকেও সচেতন করতে হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ