
২০২২ সালে অনুষ্ঠেয় উনিশতম উত্তর আমেরিকা নজরুল কনফারেন্সের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর আমেরিকার অত্যন্ত সুপরিচিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন শতদলকে। আগামী বছরের ২৫ ও ২৬ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এটি অনুষ্ঠিত হবে নিউজার্সির রাটগারজ বিশ্ববিদ্যালয়ের নিকোলাস মিউজিক সেন্টারে। শতদলের পক্ষ থেকে আয়োজিত মিট দ্যা প্রেসে এসব তথ্য জানানো হয়। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় গতকাল ৫ ডিসেম্বর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন শতদলের সভাপতি ও শতদল টিভির সিইও কবির কিরন এবং শতদলের সাধারণ সম্পাদক হাসান আমজাদ খানসহ আরও অনেকে।
শতদলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, আসুন কবি নজরুলের বিশ্ব মানবতা, প্রেম ও সাম্যের বাণী, সার্বজনীন চেতনা আর দ্রোহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে এক সাথে সবাই মিলে কাজ করি।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিল্প, সাহিত্য, সংগীত, আদর্শ ও ভাবনাকে উত্তর আমেরিকার বাংলাদেশীসহ অন্যান্য জাতি-গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিতে প্রতি বছর নজরুল কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।