Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ব্রঙ্কসে বিশাল আয়োজনে হবে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২ ডিসেম্বর ২০২১

ব্রঙ্কসে বিশাল আয়োজনে হবে বিজয় দিবস উদযাপন

ব্রঙ্কসে বিশাল আয়োজনে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য গঠন করা হয়েছে ‘সম্মিলিত বিজয় দিবস উদযাপন কমিটি’। আয়োজনটি সফল করে তোলার লক্ষ্যে বাংলা গার্ডেন রেস্টুরেন্টের পার্টি হলে গত ২৯ নভেম্বর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক কাওসারুজ্জান কয়েস। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিকেলে অনুষ্ঠানটি হবে স্টার্লিং এর বিলাস বহুল পার্টি হল গোল্ডেন প্যালেসে। 

অনুষ্ঠানে থাকছে মুক্তিযুদ্ধের ওপর আলোচনা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান এবং নৈশভোজ। 

আয়োজন সফল করতে প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে মূলব্যান পরামর্শ তুলে ধরেন- বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির, সহ সভাপতি বিলাল ইসলাম, বিবিএর সাবেক সভাপতি এ ইসলাম মামুন। 

এছাড়া উপস্থিত ছিলেন- কমিউউনিটি বোর্ড ৯ এর সদস্য এমডি আলাউদ্দিন, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্কুল ও এডুকেশন বিষয়ক সম্পাদক প্রার্থী সামাদ মিয়া জাকের, যুবনেতা জামাল হুসাইনসহ আরও অনেকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ